মিশর ফুটবল পরিচালনায় ফিফার অন্তর্বর্তীকালীন কমিটি

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৫:৪৫ পিএম মিশর ফুটবল পরিচালনায় ফিফার অন্তর্বর্তীকালীন কমিটি
ফাইল ফটো

মিশর ফুটবল ফেডারেশন (ইএফসি) পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। একইসঙ্গে পরবর্তীতে ফুটবল ফেডারেশন পরিচালনার জন্য নির্বাচনের ক্ষেত্রও তৈরি করবে সংস্থাটির তৈরি করে দেয়া অন্তর্বর্তীকালীন কমিটি।

আফ্রিকান নেশন্স কাপে স্বাগতিক হওয়া সত্ত্বেও এবারের টুর্নামেন্টে শেষ ষোল থেকেই বিদায় নিতে হয় মোহাম্মদ সালার দেশকে। দুর্ভাগ্যজনকভাবে আফ্রিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পরই জাতীয় দলের টেকনিক্যাল স্টাফদের বরখাস্ত ঘোষণা করে ইএফএ সভাপতি হানি আবু রিদা। এরপর গতমাসে অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের বাকি সদস্যদের নিয়ে তিনি নিজেও পদত্যাগ করেন।

মিশর ফুটবল ফেডারেশন নেতৃত্বহীন হয়ে পড়ায় ফিফা জানায়, ফেডারেশনের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা একটি ‘অন্তর্বর্তীকালীন কমিটি’ গঠন করে দিয়েছে। যারা নতুন বোর্ড সদস্য নির্বাচনের কাজও করবে। আগামী ২০২০ সালের জুলাই মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করার কথাও অস্থায়ী কমিটিকে জানিয়ে দিয়েছে ফিফা।

এসএইচএস 

আরও সংবাদ