• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০১:১১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২১, ২০১৯, ০১:১১ পিএম

নেইমারের দলবদল

বার্সার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান পিএসজির  

বার্সার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান পিএসজির  
ফাইল ফটো

ইউরোপিয়ান ফুটবল দলবদলের সময়সীমা শেষ হতে আর বাকি প্রায় দুই সপ্তাহ। কিন্তু এখনো নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না বার্সেলোনা ও পিএসজি। নেইমারকে লোনে ছাড়তে ইচ্ছুক হলেও, বার্সেলোনার করা প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিএসজি।  

নেইমার জুনিয়রের ‘ঘরে ফেরা’ নিশ্চিত করতে বার্সেলোনা পিএসজির কাছে প্রস্তাব রাখে, এই মৌসুমের জন্য ধারে তাকে নেয়া হবে এবং পরের মৌসুমে ১৫০ মিলিয়ন ইউরোর (প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা) বিনিময়ে তাকে পুরোপুরি কিনে নেয়া হবে। তবে টাকাটা দেয়া হবে পরের বছরের জুন মাসে। 

বার্সার এই শর্তই পছন্দ হয়নি ফ্রেঞ্চ ক্লাবটির। পিএসজি কর্তৃপক্ষ জানিয়েছে, একমাত্র ২৫০ মিলিয়ন ইউরো দিলেই নেইমারকে আপাতত লোনে ছাড়বে তারা। এ বিষয়টি নিষ্পত্তির জন্যই আজ ফের বৈঠকে বসবে দুই দলের কর্মকর্তারা। 

এসএইচএস 

আরও পড়ুন