• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ১২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২০, ২০১৯, ০২:০২ পিএম

পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের তালিকায় মেসি-ইব্রাহিমোভিচ

পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের তালিকায় মেসি-ইব্রাহিমোভিচ
পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন লিওনেল মেসি ও জ্লাতান ইব্রাহিমোভিচ।

ফুটবলে বর্ষসেরা গোলদাতাকে জন্য প্রতি বছর মর্যাদাপূর্ণ পুসকাস অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। এ বছর বর্ষসেরা গোলের জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি রেকর্ড অষ্টমবারের মতো মনোনীত হয়েছেন। যদিও এখন পর্যন্ত একবারও মেসির এই পুরষ্কার জেতা হয়নি।

তালিকায় পরিচিত মুখ আছেন কেবল জ্লাতান ইব্রাহিমোভিচ। অধরা ট্রফিটা জিততে মেসিকে মূলত সুইডিশ এই তারকার সঙ্গেই লড়তে হবে। 


পুসকাস অ্যাওয়ার্ডের জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। 

লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে মনোনিত হন মেসি। তবে, গত সেপ্টেম্বরে এলএ গ্যালাক্সির হয়ে অবিশ্বাস্য এক গোল করেছিলেন ইব্রাহিমোভিচ। এতেই পঞ্চমবারের মতো ২০১৩ সালে পুসকাস জেতা ইব্রাহমোভিচ মনোনয়ন পেয়েছেন।

এছাড়া, এই লড়াইয়ে ভালোভাবেই আছেন ব্রাজিলিয়ান ম্যাথিয়াস কুনহাও। বুন্দেসলিগায় লেভারকুজেনের বিপক্ষে লাইপজিগের হয়ে দুর্দান্ত এক গোল করেন তিনি। দশ জনের তালিকায় রয়েছেন তিন নারী ফুটবলারও।

আরআইএস 
 

আরও পড়ুন