পাকিস্তানে টেস্ট খেলবে না শ্রীলঙ্কা 

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ১২:১১ পিএম পাকিস্তানে টেস্ট খেলবে না শ্রীলঙ্কা 
পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কা দলের টেস্ট খেলা আরও দীর্ঘতর হলো। ফাইল ফটো

আগামী অক্টোবরে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা দলের বহুল প্রত্যাশিত পাকিস্তান সফর সম্ভবত হচ্ছে না।

বিস্তারিত সূত্রে জানা গেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অদূর ভবিষ্যতে পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী নয়। তার চেয়ে বরং তারা পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার বিষয়টি বিবেচনা করতে পারে।

শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেট খেলবে না। আমরা সেখানে তিনটি ওয়ানডে খেলার পরিকল্পনা করছি।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে জানতে চাইলে তারা জানিয়েছে, পাকিস্তানে ম্যাচ আয়োজনের বিষয়ে আমরা এখনো এসএলসি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি।

উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলায় ৮ জন নিহত ও সফরকারী দলের ৬ খেলোয়াড় আহত হওয়ার পর থেকে অধিকাংশ ক্রিকেট দল পাকিস্তান সফর বর্জন করে আসছে।

জিম্বাবুয়ে ক্রিকেট দল ২০১৫ সালে সফরের মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দরজা খোলে। তারপর বিশ্ব একাদশ সেখানে গিয়ে খেলেছে। করাচিতে শ্রীলঙ্কা দল তিন ম্যাচের একটি টি-টুয়েন্টি সিরিজও খেলেছে পাকিস্তানের মাটিতে।

সূত্র : বাসস 

আরআইএস
 

আরও সংবাদ