অসহ্য যন্ত্রণা সহ্য করে ব্যাটিং -বোলিং করেছিলেন নাঈম

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৩:০৮ পিএম অসহ্য যন্ত্রণা সহ্য করে ব্যাটিং -বোলিং করেছিলেন নাঈম
ছবি: বিসিবি

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হেরে গেছে বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন নাঈম ইসলাম। টেস্টের প্রথম দিনেই আঙ্গুলে মারাত্মক চোট পান তিনি, আর ওই ব্যথা নিয়েই বাকি চারদিন ব্যাটিং ও বোলিং করেছেন এই স্পিনার। 

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই মুমিনুল হকের করা একটি থ্রো ধরতে গিয়ে আঙ্গুলের হার দুই ভাগ হয়ে যায় নাঈমের। এরপর ট্যাপ পেঁচিয়ে ও ব্যথানাশক ইনজেকশন নিয়ে বাকি চারদিন খেলেছিলেন তিনি। আঙ্গুলের এই অবস্থাতেই  দুই ইনিংস বোলিং করে চার উইকেট পেয়েছেন, অসহ্য যন্ত্রণা সহ্য করে ব্যাটিংও করেছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। 

জানা গেছে, এই ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হওয়া জাতীয় লীগের বেশ কয়েকটি ম্যাচ মিস করতে পারেন তিনি। 

এমএইচবি 

আরও সংবাদ