• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০২:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৬:১৮ পিএম

বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ
ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে এই ম্যাচটি হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

শুক্রবার সকাল থেকেই ম্যাচের ভেন্যু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। যে কারণে শঙ্কায় পড়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি। ম্যাচের সময় সন্ধ্যায়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকায় অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে।  

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিদ্যমান বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এমএইচবি

আরও পড়ুন