• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৩:১৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৩:২৪ পিএম

বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে, থাকছে  না কোনো ফ্র্যাঞ্চাইজি: পাপন

বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে, থাকছে  না কোনো ফ্র্যাঞ্চাইজি: পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) মানেই যেন নাটকীয়তা। প্রতি আসরের আগেই শুরু হয় নানা নাটক। যার থেকে ব্যতিক্রম হচ্ছে না বিপিএলের সপ্তম আসরেও। আজ সংবাদ সম্মেলনে এসে নতুন এক চমক দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

বিপিএলের সপ্তম আসরে থাকবে না কোনো ফ্র্যাঞ্চাইজি। এই আসরের সব দলের মালিক থাকবে বিসিবি। এছাড়া এবারের বিপিএল হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন পাপন। 

তিনি বলেন,‘বিপিএলের পরের আসর হবে বিসিবির তত্বাবধানে, সব দলের মালিক বিসিবি।নাম হবে বঙ্গবন্ধু বিপিএল। খেলবে সাত দল। ফ্র্যাঞ্চাইজিদের দাবি মানা সম্ভব নয়, তাই এমন সিদ্ধান্ত।’

এমএইচবি

আরও পড়ুন