আমি মানুষের জন্য খেলি না-রশিদ খান

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৪:০৩ পিএম আমি মানুষের জন্য খেলি না-রশিদ খান
ফাইল ছবি

আফগান ক্রিকেটের ঝান্ডা উড়াচ্ছেন অনেক দিন ধরেই। নওরজ মঙ্গল- মোহাম্মদ নবীদের হাত ধরে যেদেশের ক্রিকেটের গোড়াপত্তন তা এগিয়ে নিচ্ছেন তিনি। বলছি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার রশিদ খানের কথা। 

তার নেতৃত্বেই বর্তমানে এগিয়ে চলছে আফগানিস্তানের ক্রিকেট। পুরো বিশ্বেই এখন আলাদা সমীহও পাচ্ছে তার দল। রশিদ নিজেও খেলে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন লীগে। তবে রশিদ খান নিজের পারফরম্যান্সের সঙ্গে আলোচনায় থাকেন তার বয়স নিয়ে সমালোচনায়ও। 

নিজের বয়স নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমের এই সমালোচনার ব্যাপারে মুখ খুলেছেন রশিদ খান। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মানুষের জন্য না, বরং তিনি খেলেন দেশের জন্য। 

রশিদ বলেন, ‘আপনি ২০ বছর বয়সী হন কিংবা ৩০ বছর বয়সী হন সেটা কোনো ব্যাপার না। এটা কোনো সমস্যা না, চাপ থাকবেই। হ্যাঁ, আমি অনেক কম বয়সী, কিন্তু আমি উপভোগ করছি। আমার বোলিং এবং নিজেকেও। আমি শুধু কঠোর পরিশ্রম করতে চাই। মানুষ কী বলছে ভাবিনা। আমি মানুষের জন্য খেলি না। আমি নিজের দলের জন্য ও দেশের জন্য খেলি।’

এমএইচবি

আরও সংবাদ