• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ১১:১১ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ১১:১১ এএম

আফগানদের বিপক্ষে একাদশে রনি ঢুকলে বাদ পড়বেন কে? 

আফগানদের বিপক্ষে একাদশে রনি ঢুকলে বাদ পড়বেন কে? 
ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে একাদশে থাকতে পারেন আবু হায়দার রনি। ফাইল ফটো

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হারের স্মৃতি টাইগারদের এখনও দগদগে ঘা হয়ে রয়েছে। আজকের ম্যাচ জিতে সেই ঘা সামান্য হলেও শুকানোর চেষ্টা করবে সাকিব বাহিনী।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। খেলাটি গাজী টিভিতে সরাসরি দেখা যাবে। এছাড়া অনলাইনে র‍্যাবিটহোলের মাধ্যমে দর্শকরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৫ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬০ রানেই ৬ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের জন্য জয়ের আশা যখন রীতিমত দুরাশা হয়ে ওঠেছিল, তখনই আফিফ-মোসাদ্দেক জুটিতে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। টাইগার আফিফের ২৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসটির সঙ্গে মোসাদ্দেকের অপরাজিত ৩০ রানের সময়োচিত ইনিংসটি একেবারে খাদের কিনারা থেকে তুলে এনে বাংলাদেশকে ২ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় এনে দেয়। 

অপরদিকে, গতকাল নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ রানের জয় পেয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে ভালো সূচনা পেয়েছে আফগানিস্তান। টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা আফগানরা আজ ফেভারিট হিসেবে মাঠে নামলেও লাল-সবুজের দল বিন্দুমাত্র ছাড় না দিয়ে জয় পেতে উদগ্রীব হয়ে আছে।

চলমান টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। কিন্তু কাল আকস্মিকভাবে পেসার আবু হায়দার রনিকে স্কোয়াডে ঢোকানো হয়েছে। জোরালোভাবেই শোনা যাচ্ছে, আজ তিনি একাদশে থাকতে পারেন। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

এভাবে এক ম্যাচ শেষ হওয়ার পরই স্কোয়াডে রনির ১৪ তম ক্রিকেটার হিসেবে সুযোগ পাওয়ার বিষয়টি অনেককেই অবাক করেছে। যদি আফগানিস্তানের বিপক্ষে ৩ পেসার খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের থেকেই থাকে, তাহলে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ পেসার ইয়াসিন আরাফাত মিশু স্কোয়াডে থাকার পরেও কেন রনিকে তলব করা হলো?  

ধারণা করা হচ্ছে, রনি বাঁ হাতি পেসার হওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষে তা কাজে আসতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মিশু বল হাতে তেমন সুবিধা করতে পারেননি। ডানহাতি পেসার মিশু আফগানদের বিপক্ষে কতটা ভালো করতে পারবেন, তা নিয়ে সংশয় থাকাতেই রনিকে স্কোয়াডে ডাকা হয়েছে। তাহলে রনি আজ একাদশে থাকলে বাদ পড়ছেন কে? 

জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দারুণ শুরু পেয়েছিলেন স্পিনার তাইজুল ইসলাম। অভিষেক ম্যাচের প্রথম ওভারের প্রথম বল করতে এসেই নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। আর এতেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টি অভিষেকের প্রথম বলেই উইকেট নেয়ার কীর্তি গড়েন তাইজুল। নিজের তৃতীয় ওভারে হ্যামিল্টন মাসাকাদজার কাছে মার খেলেও সার্বিক বিবেচনায় আজ তার বাদ পড়ার সম্ভাবনা নেই।   

আগের ম্যাচে ৪ ওভারে মুস্তাফিজ এবং সাইফউদ্দিন খরুচে বোলিং না করায় তাদের কাউকে বসিয়ে দেয়ার অবকাশ নেই। ডেথ ওভারে মুস্তাফিজের কার্যকারিতা এবং সাইফউদ্দিনের অলরাউন্ডার হিসেবে নিজেকে চেনাতে পারায় তাদের ছাড়া একাদশ সাজানোর কোনো সম্ভাবনাই আসলে নেই। সেক্ষেত্রে রনি একাদশে ঢুকলে ৩ পেসারের একাদশ হতে যাচ্ছে তা বলাই যায়। 

আগের ম্যাচে লিটন দাস ভালো শুরু করলেও তা ধরে রাখতে পারেননি। টানা অফ ফর্মে থাকা সৌম্য সরকার নিজেকে হারিয়ে খুঁজছেন। তবে স্কোয়াডে আর কোনো ওপেনারের জায়গা না হওয়ায় সৌম্যকে আজও মাঠে দেখা যাবে। তাই রনি দলে আসলে ফর্মে না থাকা সাব্বির রহমানের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ পেস এবং স্পিনের মিশেলে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ নিয়েই মাঠে নামার পরিকল্পনায় রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।   

আরআইএস 

আরও পড়ুন