ডিপিএল নিয়ে সব খেলোয়াড় অসন্তুষ্ট : মাহমুদউল্লাহ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৪:৪০ পিএম ডিপিএল নিয়ে সব খেলোয়াড় অসন্তুষ্ট : মাহমুদউল্লাহ 

সাইলেট কিলার নামে পরিচিত টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে এবার খেলোয়াড়দের ন্যায্য দাবিতে সরব ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে। 

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খেলোয়াড় ১১ দফা দাবির দ্বিতীয় দফা উপস্থাপনের সময় তিনি ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আগের পর্যায়ে ফিরে পাওয়ার জোরালো দাবি জানান।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, গত কয়েক বছর ধরে জানেন প্রিমিয়ার লিগের পরিস্থিতি কি আপনারা তা জানেন। এটা নিয়ে কম বেশি সবাই অসন্তুষ্ট। এখানে পারিশ্রমিকের একটা মানদণ্ড বেঁধে দেয়া হয়েছে। খেলোয়াড়দের অনেক সীমাবদ্ধতা তৈরি করা হয়েছে। 

তিনি বলেন, আমরা যেভাবে আগে ঢাকা প্রিমিয়ার লীগ খেলতাম, যেভাবে খেলোয়াড়রা ডিল করতো ক্লাব অফিসিয়ালদের সঙ্গে, যেভাবে খেলোয়াড়রা নিজেরা সবসময় পারিশ্রমিক নিয়ে সক্রিয় থাকতো এখন আর তেমনটা নেই। আমাদের দ্বিতীয় দাবি হলো প্রিমিয়ার লীগ আগে যেভাবে চলতো, সেভাবে যেন লীগটা ফিরে পাই। 

আরআইএস 
 

আরও সংবাদ