• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০১৯, ০৪:১৮ পিএম

আমরা ‍শুধু ক্রিকেটারদের নিয়েই আন্দোলন করছি না : তামিম

আমরা ‍শুধু ক্রিকেটারদের নিয়েই আন্দোলন করছি না : তামিম
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

হঠাৎই এগারো দফা দাবিতে সরগরম বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। সোমবার (২১ অক্টোবর) মিরপুরে সংবাদ সম্মেলন করে এগারো দফা দাবি ঘোষণা করেন ক্রিকেটাররা। এই দাবিগুলো না মানা পর্যন্ত ক্রিকেটীয় কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দেন তারা। 

তবে এই আন্দোলন কেবল ক্রিকেটারদের জন্যই নয়। বরং সবক্ষেত্রেই বাংলাদেশিদের প্রাধান্য দেয়ার দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। গ্রাউন্ডস ম্যান থেকে শুরু করে কোচ, ফিজিও, ট্রেনার সবক্ষেত্রেই বাংলাদেশিদের অগ্রাধিকার দেয়ার দাবি জানিয়েছেন তারা। 

এই সময় ক্রিকেটারদের পক্ষ থেকে তামিম ইকবাল বলেন, ‘আমরা ‍শুধু ক্রিকেটারদের নিয়েই আন্দোলন করছি না। গ্রাউন্ডস ম্যান সারাদিন কাজ করে পায় পাঁচ হাজার টাকা। আমরা নিজেদের কোচদের প্রমোট করতে চাই না। দেখা গেছে, বাংলাদেশের কোনো কোচের অধীনে এক সিরিজ ভালো করলে পরের সিরিজে আর তিনি থাকেন না।  বিদেশের এক কোচ যা পায়, বাংলাদেশের বিশজন কোচ তা পায়।’

তিনি আরও বলেন, ‘আম্পায়ারিং নিয়ে আমরা অনেকে অভিযোগ করি। কিন্তু এটাকে পেশা হিসেবে নিতে হলে তো আপনাকে একটা নিশ্চয়তা দিতে হবে। একই ভাবে ফিজিও এবং ট্রেনারও। তাই আমার মনে হয় এটাই সঠিক সময়, যে বাংলাদেশিদেরকে প্রাধান্য দেয়া হোক।’

এমএইচবি

আরও পড়ুন