আইসিসির বাড়তি ইভেন্ট ইস্যুতে ভারতের পাশে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০৪:২৯ পিএম আইসিসির বাড়তি ইভেন্ট ইস্যুতে ভারতের পাশে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত নতুন একটি চক্র তৈরি করেছে আইসিসি। যেখানে ছেলে ও মেয়েদের প্রতি বছর একটি করে মোট আটটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তবে শুরু থেকেই আইসিসির এই নতুন পরিকল্পনার বিরোধিতা করে আসছে ভারত। এতদিন স্থায়ী কমিটি না থাকায় শক্তভাবে এর বিরোধিতা করতে পারছিল না তারা। 

এবার নিজেদের স্থায়ী কমিটির সঙ্গে তারা পাশে পেয়েছে আরও দুই শক্তিধর দেশকে। আইসিসির নতুন এই চক্রের বিরোধিতা করছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এ ব্যাপারে আইসিসির কাছে ভারতের পর আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ইসিবি।  

এ নিয়ে ইসিবির চেয়ারম্যান কলিন গ্রেভস বলেন, ‘প্রতি বছরে একটি করে আইসিসি ইভেন্টের বিষয়টি ইসিবি সমর্থন করতে পারে না। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিও আছে। এতে করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অবমূল্যায়িত হয়ে পড়বে। শঙ্কায় ফেলবে টেস্ট ক্রিকেটের ভবিষ্যতকে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘নতুন এই চক্র এখনও আলোচনার বিষয় হিসেবেই থাকা উচিত।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের ভাই অরুন ধুমাল বলেছেন, ‘আইসিসির নতুন এই কাঠামোর অবশ্যই বিরোধিতা করবো। যদি চূড়ান্ত রূপ নিতে থাকে তাহলে আমরা সদস্যদের অংশগ্রহণ সংক্রান্ত চুক্তিতে সই করবো না।’

এমএইচবি

আরও সংবাদ