• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৯, ০৩:৪২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৮, ২০১৯, ০৩:৪৩ পিএম

নাগপুরে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন পাপন-গাঙ্গুলী!

নাগপুরে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন পাপন-গাঙ্গুলী!
প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার অপেক্ষায় নাজমুল হাসান পাপন ও সৌরভ গাঙ্গুলী। ফটো : সংগৃহীত

আগামী ১০ নভেম্বর নাগপুরে বাংলাদেশ-ভারতের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজ নির্ধারণী সেই ম্যাচটি মাঠে বসেই দেখবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার আগে ভারতীয় নতুন ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বিসিবি সভাপতির সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।  

তবে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শনিবার (৯ নভেম্বর) পাপন ও গাঙ্গুলীর মধ্যে হতে যাওয়া সৌজন্য সাক্ষাতটি নাকি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে রূপ নিতে পারে।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারতের মধ্যকার দিবারাত্রির টেস্ট ম্যাচের বিষয়েই আলোচনা করবেন দুই দেশের বোর্ড সভাপতি। 

ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে নানান আয়োজনের কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। হয়তো সে বিষয়েই কথা বলতে অনানুষ্ঠানিক বৈঠকে বসবেন দুই দেশের ক্রিকেট প্রধান। আর তাদের এই বৈঠক দুই দেশের ক্রিকেট সম্পর্ক উন্নয়নেও যে ব্যাপক ভূমিকা রাখতে চলেছে, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই।

আরআইএস 
 

আরও পড়ুন