ত্রয়োদশ এসএ গেমস 

২৭ ডিসিপ্লিনে ৩২৪ স্বর্ণের জন্য লড়বেন অ্যাথলেটরা

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৯:০৬ এএম ২৭ ডিসিপ্লিনে ৩২৪ স্বর্ণের জন্য লড়বেন অ্যাথলেটরা
অনুষ্ঠেয় ত্রয়োদশ সাউথ এশিয়ান গেমসের লোগো ও মাসকট। ফটো : সংগৃহীত

নেপালে চলতি বছরের ১ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ত্রয়োদশ সাউথ এশিয়ান (এস এ) গেমসে ২৭ ডিসিপ্লিনে ৩২৪ স্বর্ণপদকের জন্য লড়বেন ৭ দেশের অ্যাথলেটরা।  রৌপ্য-ব্রোঞ্জ মিলে মোট পদক সংখ্যা ১ হাজার ১৩৫।

সবচেয়ে বেশি স্বর্ণপদক থাকছে সাঁতারে ৩৮টি। অ্যাথলেটিক্সে ৩৬টি, তায়কোয়ান্দোতে ২৯টি, উশুতে ২২টি এবং ভারোত্তলন, শ্যুটিং, কুস্তিতে ২০টি স্বর্ণপদক থাকছে।

এবারের গেমসে বাংলাদেশ থেকে অংশ নেবে ৬০০ জন অ্যাথলেট। স্বাগতিক নেপালের ৬৪৮ জন, শ্রীলঙ্কার ৬২২ জন এবং ভারত ৪৬১ জন অ্যাথলেট এসএ গেমসে অংশ নিতে চলেছে। 

বাংলাদেশ অংশ নিচ্ছে ২৫টিতে। প্যারাগ্লাইডিং ও ট্রায়াথলনে থাকছে না লাল-সবুজরা। ক্রিকেট, কাবাডি, আর্চ্যারি, কুস্তি, গলফ, কারাতে, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, প্যারাগ্লাইডিংয়ে থাকছে না ভারত।

দুই বছরের বিরতি দিয়ে গেমস আয়োজনের পুরনো নিয়ম এখন থেকে কঠোরভাবে মানতে চাইয় সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল। পরবর্তী আসর হতে পারে পাকিস্তানে। তারা ব্যর্থ হলে আয়োজনের দায়িত্ব পাবে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

আরআইএস 

আরও সংবাদ