• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৯, ০২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩০, ২০১৯, ০২:৩২ পিএম

এস এ গেমস

থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করতে চায় বক্সিং ফেডারেশন

থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করতে চায় বক্সিং ফেডারেশন
এসএ গেমস উপলক্ষ্যে বক্সিং ফেডারেশনের প্রস্তুতি চলছে। ফটো : সংগৃহীত

এস এ গেমসে সামনে রেখে বিদেশী কোচ আনছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন। পরিকল্পনায় আছে থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্পেও। তার আগে নেপালের উচ্চতার সাথে খাপ খাইয়ে নিতে কক্সবাজারে হবে স্বল্পমেয়াদী ক্যাম্প। এই ইভেন্টে এস এ গেমসে এখন পর্যন্ত চারটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ, যার দুটি এসেছিল ২০১০ সালে ঢাকা আসরে। 

সব বাধা পেরিয়ে কাঠমুন্ডুতে ভালো ফলের প্রত্যাশা বক্সারদের। তবে বাকি সবার চেয়ে একটু বেশি মুখিয়ে রবিন মিয়া ও আলামিন। কর্মকর্তা ও কোচের ভুলে গোল্ডকোষ্ট কমনওয়েলথ গেমসে গিয়েও এই দুইজনের রিংয়ে নামা হয়নি। নেপালে স্বর্ণ জিতে সেই আক্ষেপ মেটাতে চান এই বক্সার যুগল। গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে কোচ-কর্মকর্তার ভুলের পুনরাবৃত্তি রোধে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক। 
 
নয় বছর আগে স্বপ্ন দেখেছিলেন সুর কৃষ্ণ চাকমা। ২০১০ এ ঢাকা এস এ গেমসে বক্সিং রিং-এ জুয়েল, রহিমদের স্বর্ণালী সাফল্য তাকে সাহস যুগিয়েছিলো দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে গ্লাভস হাতে নামার। সেই স্বপ্ন এখন পূরণ হওয়ার পথে রয়েছে। 

সুর কৃষ্ণের মতো ২৩ বক্সার আছেন কন্ডিশনিং ক্যাম্পে। যাদের সাতজনের আছে এস এ গেমসে খেলার অভিজ্ঞতা। যদিও কাঠমুন্ডু যেতে পারবেন ১১ জন। পারফরম্যান্স বিবেচনায় বহরের সংখ্যা বাড়তে বা কমতে পারে। 

সবার আগে ক্যাম্প শুরু করলেও বক্সারদের দীর্ঘদিনের বিদেশী কোচের দাবি মেটাতে পারেনি ফেডারেশন। তালিকায় নিউজিল্যান্ডের ক্যামেরুন ট্রট ও কিউবার ওমা থাকলেও বেতন জটিলতায় আসেননি কেউ। শেষ মূহুর্তে চার মাসের চুক্তিতে ইউক্রেনের দিমিত্র জিয়াদেভিচকে নিয়োগ দিতে চলেছে ফেডারেশন। 

সূত্র : চ্যানেল টুয়েন্টি ফোর 

আরআইএস 
 

আরও পড়ুন