টোকিও উপসাগরে অলিম্পিক প্রতীক উন্মোচন

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৫:১৮ পিএম টোকিও উপসাগরে অলিম্পিক প্রতীক উন্মোচন
অলিম্পিক প্রতীকটি টোকিওর কাছের ইয়োকোহামার একটি শিপইয়ার্ডে নির্মিত হয়েছে। ফটো : রয়টার্স

২০২০ অলিম্পিক গেমসের উদ্বোধনের ৬ মাস আগে টোকিও উপসাগরে বড় একটি অলিম্পিক প্রতীক উন্মোচন করা হয়েছে।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ৫টি গোল চক্রের প্রতীকটি অলিম্পিকের একটি ভেন্যু সমুদ্রের অদূরবর্তী উপকূলীয় ওদাইবা ম্যারিন পার্কে নিয়ে আসা হয়। এটি ৩৩ মিটার দীর্ঘ ও ১৫ মিটার উঁচু এবং এটি অলিম্পিক গেমস শেষ না হওয়া পর্যন্ত একটি বজরার উপর থাকবে। 

এই প্রতীকটি টোকিওর কাছের ইয়োকোহামার একটি শিপইয়ার্ডে নির্মিত হয়েছে। এটি সম্পন্ন করতে ৫ মাস সময় লেগেছে। আগামী ২৪ জানুয়ারি থেকে প্রতীকটিতে রাতের বেলা আলোকসজ্জা করা হবে। আগামী কয়েক মাস ধরে ৫টি গোল চক্র এবং অলিম্পিকের মাসকট বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে।

এদিকে, ১৯৬৪ সালে টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকের ছবি ও অন্যান্য সামগ্রীর বিশেষ একটি প্রদর্শনী জাপানের রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবনে চলছে। 

প্রদর্শিত সামগ্রীর মধ্যে ১৯৬৪ সালের প্রতিযোগিতার প্রতীক, পদক এবং অলিম্পিকের অগ্নিশিখা বহনকারী মশাল অন্তর্ভুক্ত আছে। ছবিতে কর্মকর্তাদের ব্যস্ততার মধ্যে দিয়ে আয়োজনের প্রস্তুতি নিতে দেখা যায়। আগামী ১০ মার্চ পর্যন্ত প্রদর্শনী চলবে।

সূত্র : এনএইচকে 
 

আরও সংবাদ