• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২০, ০৬:০০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২০, ০৬:০০ পিএম

গণস্বাস্থ্যের কিটের মান পরীক্ষা করবে ওষুধ প্রশাসন

গণস্বাস্থ্যের কিটের মান পরীক্ষা করবে ওষুধ প্রশাসন
সংগৃহীত ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা শনাক্তকরণ কিট গুণগত পরীক্ষা ছাড়া ব্যবহার হবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। এদিন গণস্বাস্থ্য কেন্দ্রের বিশেষজ্ঞরা করোনা শনাক্তকরণ কিট অধিদফতরকে দিতে চাইলেও নেয়া হয়নি।

বিশেষজ্ঞরা বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র যথাযথভাবে করোনার শনাক্তকরণ কিটের গুণগতমান পরীক্ষা করেছে। তারপরেও ওষুধ প্রশাসন অধিদফতর সব তথ্য উপাত্ত চাইলে গণস্বাস্থ্য কেন্দ্র দেবে। তবে জনগণের সুবিধার কথা চিন্তা করে দ্রুত এই শনাক্তকরণ কিট ব্যবহার করা উচিত।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আইইডিসিআর ও আইপিএইচ শনাক্তকরণ কিটের গুণগত মান পরীক্ষা করবে। তাদের রিপোর্ট পর্যালোচনা করে এই কিট ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট টিভি।

এসএমএম

আরও পড়ুন