• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০১:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ০১:৩৫ পিএম

বাচ্চাদের খেলাধুলায় আসতে নিষেধ করলেন নিশাম! 

বাচ্চাদের খেলাধুলায় আসতে নিষেধ করলেন নিশাম! 

ক্রিকেট বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বাউন্ডারি ব্যবধানে হেরে যায় নিউজিল্যান্ড। পঞ্চাশ ওভারের ম্যাচ ও সুপার ওভার দুটোই টাই হওয়ায় কোন দল বেশি বাউন্ডারি হাঁকিয়েছে তার হিসাবে জয় পায় ইংলিশরা।

এমন হারে সবচেয়ে বেশি হতাশায় পুড়েছেন কিউই ক্রিকেটাররা। বিশেষ করে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম কিছুতেই মেনে নিতে পারছেন না এই পরাজয়। বল হাতে দারুণ বোলিংয়ের পর সুপার ওভারে দুর্দান্ত ব্যাটিং করে নিউজিল্যান্ডেকে জয়ের পথে রেখেছিলেন তিনি। 

নিশামের সেই টুইট

তবে শেষ পর্যন্ত ক্রিকেটের অদ্ভুত এক নিয়মের বলি হয়ে কপাল পোড়ে নিশামদের। এ নিয়ে টানা দুই বিশ্বকাপের ফাইনাল থেকে খালি হাতে বিদায় নিতে হলো কিউইদের। হতাশা ঝেড়ে ফেলতে না পেরে টুইটারে নিশাম শিশুদের উদ্দেশ্য করে লেখেন, 'কিডস, ডোন্ট টেক আপ স্পোর্টস' ! 

বোঝাই যাচ্ছে, এবারের বিশ্বকাপ থেকে পাওয়া ক্ষত অনেকদিন ভোগাবে নিশামকে! তবে নিশামের সেই টুইটের উত্তরে ভালোবাসা উপহার দিচ্ছেন ভক্তরা। বলছেন, 'তোমরাই আসল চ্যাম্পিয়ন, ভেঙে পড়ো না।' 

এমএইচএস  

আরও পড়ুন