• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০৯:২২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০১৯, ০৯:২২ এএম

ভারতের কাছে হারল যুবারা 

ভারতের কাছে হারল যুবারা 
ফাইল ফটো

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারানো আকবর-তৌহিদরা ভারতের যুবাদের কাছে হারে ৩৫ রানে। 

গতকাল (বুধবার) চেলটেনহ্যামের কলেজ গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার যশাসবি জেসওয়ালের ৬৩ রান ও অধিনায়ক প্রিয়ম গারগের অপরাজিত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৪ রানের সংগ্রহ তোলে টিম ইন্ডিয়া। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। 

জবাব দিতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জুনিয়র টাইগাররা। ওপেনার তানজিদ হাসানের ব্যাট থেকে আসে ৪৪ রান। অন্যদিকে, দলীয় অধিনায়ক আকবর আলী করেন ৫৬ রান। গুরুত্বপূর্ণ ৪৬ ও ৩৪ রান আসে যথাক্রমে শামিম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাট থেকে। তবুও ২২৯ রানের মধ্যেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

ভারতের হয়ে মাত্র ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন কার্তিক তিয়াগি। অন্যদিকে, ৫৯ রান দিয়ে ৩ উইকেট নেন শুবাঙ্গ হেগড়ে।   

আগামী শনিবার (২৭ জুলাই) গ্লুস্টারশায়ারে নিজেদের তৃতীয় ম্যাচে ফের ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপরের দিন খেলবে যুবাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। 

এসএইচএস 

আরও পড়ুন