• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ১০:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০১৯, ১০:০৭ পিএম

দেশের ফুটবলের নতুন রাজা বসুন্ধরা কিংস! 

দেশের ফুটবলের নতুন রাজা বসুন্ধরা কিংস! 

বসুন্ধরা কিংস এলো, দেখল, জয় করল! বাংলাদেশ প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম মৌসুমেই দেশের ঘরোয়া ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করল তারা। আজ ঘরের মাঠ নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পেশাদার লীগে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলল কিংসরা। 

শিরোপা নিশ্চিত হতে একটি ড্রই যথেষ্ট ছিল বসুন্ধরা কিংসের। মোহামেডানের সঙ্গে সেই ফলাফলই এলো। শুরুতে ১৬ মিনিটে মোহামেডানের মালিয়ান ফরওয়ার্ড সুলিমান দিয়াবাত গোল করে এগিয়ে দেন দলকে। সেই সঙ্গে প্রশ্ন ওঠে, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা দলটা শেষ দিকে এসে কি শিরোপা অপেক্ষা আরও বাড়াবে? 

উল্লেখ্য, সিলেটের মাঠে আগের ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ড্র করলেই শিরোপা উৎসবে মাততে পারত পেশাদার ফুটবলের নতুন জায়ান্ট বসুন্ধরা কিংস। তবে উল্টো ম্যাচটা হেরে যাওয়ায় দীর্ঘায়িত হয় অপেক্ষার প্রহর।

তবে ৩৭ মিনিটে ব্রাজিলিয়ান মার্কাস ভিনিসিইয়ুসের হেডে সে শঙ্কা আর সত্যিতে পরিণত হয়নি। এরপর মুহুর্মুহু আক্রমণ শানালেও কোনো দলই পায়নি গোলের দেখা। যার ফলে শিরোপা জয় নিশ্চিত হয় বসুন্ধরার। 

শিরোপা জয়ী বসুন্ধরার ২২ ম্যাচে পয়েন্ট সংখ্যা ৫৯। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ২৩ ম্যাচে ৫৫। 

এমএইচএস  

আরও পড়ুন