• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০১৯, ০৩:০২ পিএম

পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডেই থিতু হতে যাচ্ছেন আমির? 

পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডেই থিতু হতে যাচ্ছেন আমির? 
ব্রিটেনে স্পাউজ ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন আমির। ফাইল ছবি

বয়স মাত্র ২৭ বছর, আছেন দুর্দান্ত ফর্মে। তারপরও এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তার এই অনাকাঙ্ক্ষিত অবসরের সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম ও শোয়েব আকতারের মতো সাবেকরা। 

টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই আমিরকে নিয়ে চলছে নানা গুঞ্জন। ধারণা করা হচ্ছে, পাকিস্তান ছেড়ে দিয়ে ব্রিটেনে থিতু হতে যাচ্ছেন আমির! ২০১৬ সালে ব্রিটিশ নাগরিক নার্গিস মালিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির। 

ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার বলছে, ইতোমধ্যেই ব্রিটেনে স্পাউজ ভিসার জন্য আবেদন করেছেন আমির। এই ভিসা পেয়ে গেলে ব্রিটেনের নাগরিকদের মতোই সেই দেশে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন তিনি। এরই মধ্যে নাকি আমির ব্রিটেনে একটি বাড়ি কেনার প্রক্রিয়াও শুরু করেছেন। 

স্পাউজ ভিসা পেতে আমিরের খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। স্ত্রীর সঙ্গে থাকার জন্য প্রায়শই তিনি ব্রিটেনে আসেন। কাউন্টি ক্রিকেটও খেলেন নিয়মিত। তাই শেষ পর্যন্ত ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে আমির যদি সেই দেশেই খেলা শুরু করেন, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। অন্তত আমিরের বর্তমান কর্মকাণ্ড সেসবের ইঙ্গিতই দিচ্ছে। 

এমএইচএস 


 

আরও পড়ুন