• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০১৯, ০৮:২৬ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০১৯, ০৮:৫৫ এএম

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফটো : বিসিবি

ইংল্যান্ডকে ৭২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিলিরিসে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামা টাইগার যুবারা ৪৭.১ ওভারে ২২৪ রানে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে ১১৩ বলে ১৬ চার এবং ২ ছক্কার মারে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান। এছাড়া, মাহমুদুল ৪১ এবং তৌহিদ রিদয় ৩১ রান করেন।

ইংলিশদের পক্ষে কিম্বার ৩৮ রান দিয়ে নেন ৫ উইকেট। একটি করে উইকেট পান হিল এবং কুলেন।

জবাবে ইংল্যান্ড ৫১ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে। শেষ পর্যন্ত ১৫২ রানেই তাদের ইনিংস থামলে বড় ব্যবধানের জয় পেয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে লাল-সবুজের দল। 

বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান ৩টি করে উইকেট লাভ করেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ও শাহীন আলম নেন ২টি করে উইকেট।   

আরআইএস 

আরও পড়ুন