• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৪, ২০১৯, ০৫:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০১৯, ০৫:৩৭ পিএম

অব্যাহতি পেলেন গিবসন, হতে পারেন বিশ্বকাপজয়ীদের কোচ!  

অব্যাহতি পেলেন গিবসন, হতে পারেন বিশ্বকাপজয়ীদের কোচ!  
আফ্রিকা ছেড়ে ফের ইংল্যান্ডে যাবেন গিবসন - ফাইল ফটো

এবারের বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা দলটি আসরে হয়েছে ৭ম। ম্যাচ জিতেছে মোটে ৩টি। এরপরই নিশ্চিত হয়ে গিয়েছিল, কোচ হিসেবে ওটিস গিবসনের সময় শেষ হয়ে এসেছে। 

আজ (০৪ আগস্ট) জানা গেল চূড়ান্ত তথ্য। আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে অব্যাহতি পেয়েছেন ওটিস গিবসন। সেপ্টেম্বর পর্যন্ত প্রোটিয়াদের সঙ্গে চুক্তি থাকলেও, এর আগেই দু'পক্ষের মধ্যে সমঝোতা হয়ে যাওয়ায় চাকরি ছাড়ছেন তিনি। 

জানা গেছে, বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের কোচ হতে পারেন এই ক্যারিবীয়ান। অ্যাশেজের পর ইংল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব ছাড়ছেন বর্তমান কোচ ট্রেবর বাইলিস। জোর গুঞ্জন, তার স্থলাভিষিক্ত হতে চলেছেন গিবসন। 

এর আগেও অবশ্য ইংল্যান্ড ক্রিকেট দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে গিবসনের। ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব নেয়ার আগে দুই মেয়াদে ইংলিশদের বোলিং কোচ ছিলেন গিবসন। বাইলিসের অধীনেই তখন তিনি অ্যান্ডারসন-ব্রড-ওকসদের নিয়ে কাজ করেছেন।  

গত মে মাসে বিবিসি স্পোর্টসকে এ ব্যাপারে ধারণা দিয়ে রেখেছিলেন গিবসন। বাইলিসের স্থলাভিষিক্ত হলে বেশ আনন্দিত হবেন বলেই তিনি জানিয়েছিলেন। তবে শুধুমাত্র গিবসনই নয়, পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ মিকি আর্থারও আছেন থ্রি-লায়ন্সদের কোচ হওয়ার দৌড়ে। 

এদিকে গিবসন সরে যাওয়ায় অতিসত্বর একজন টিম ম্যানেজার নিয়োগ দেয়া হবে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তিনিই নতুন কোচ চূড়ান্ত করবেন। এ ছাড়াও ফ্যাফ ডু প্লেসিসকে সরিয়ে দলের অধিনায়কত্বের ভার অন্য কারও হাতে তুলে দেয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে। 

এসএইচএস 
 

আরও পড়ুন