• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ০৯:০০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০১৯, ০৯:০০ এএম

ভিএআরে গোল বাতিলে জয়বঞ্চিত ম্যানসিটি

ভিএআরে গোল বাতিলে জয়বঞ্চিত ম্যানসিটি
টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। ফটো : টুইটার

ইংলিশ প্রিমিয়ার লীগে জমজমাট এক ম্যাচে মৌসুমের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

শনিবার (১৭ আগস্ট) ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২০ মিনিটে হেডে বল জালে জড়িয়ে ম্যানসিটিকে লিড এনে দেন রাহিম স্টার্লিং। এরপর ২৩ মিনিটে এরিক লামেলার গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। 

ম্যাচের ৩৫ মিনিটে ডি ব্রুইনের ক্রসে বল পেয়ে সিটিকে আবারো লিড এনে দেন নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো। এই গোলের সুবাদে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

বিরতির পর ৫৬ মিনিটের মাথায় কর্নার কিক থেকে হেডে লক্ষ্যভেদ করে স্পারদের আবারো ম্যাচে ফেরান বদলি খেলোয়াড় হিসেবে নামা ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মউরা। 

খেলার শেষদিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস গোল করলে জয়ের উদযাপন শুরু করে দেয় ম্যানসিটির দর্শকরা। কিন্তু  ভিএআর প্রযুক্তি ব্যবহারের পর দেখা যায় জেসুসের কাছে বল পৌঁছানোর আগে সিটির ডিফেন্ডার এমেরিক লাপোর্তের হাতে বল লেগেছিল। তাই গোলটি বাতিল হয়ে যায় এবং নাটকীয়ভাবে ম্যাচটি ড্র হয়।

এর আগে বার্নলিকে ২-১ গোলে হারায় আর্সেনাল। সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিভারপুল।

আরআইএস 
 

আরও পড়ুন