• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৯, ০৭:১২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০১৯, ০৭:১৫ পিএম

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডকে হারিয়ে এবার নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে পৌঁছে গেছে টাইগ্রেসরা। এই জয়ে বাংলাদেশের মেয়েরা নিশ্চিত করেছে ২০২০ সালের নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলাও। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের ডান্ডিতে আয়ারল্যান্ডের মেয়েদের ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।  

টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে টাইগ্রেসরা। তবে আইরিশ মেয়েদের সুবিধা করতে দেননি ফাহিমা- সালমারা। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৮৫ রানে অলআউট হয় তারা। 

আয়ারল্যান্ডের হয়ে বিশের ঘর পেরিয়েছেন মাত্র দুইজন ব্যাটসম্যান। অধিনায়ক লরা ডেলানি ও এইমার রিচার্ডসন দুজনেই করেন সমান ২৫ রান। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩টি উইকেট তুলে নেন ফাহিমা খাতুন।

৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে আইরিশ বোলারদের তোপের মুখে পড়েছিল বাংলাদেশও। মাত্র ৩০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়েছিল টাইগ্রেসরা। তবে সানজিদা ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের ৯ বল বাকি থাকতেই জয় পায় বাংলাদেশের মেয়েরা। ৩৭ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রানে অপরাজিত থাকেন সানজিদা।

এমএইচবি

আরও পড়ুন