• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ১০:০৮ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৯, ২০১৯, ১০:০৯ এএম

বাংলাদেশকে বাঁচিয়ে দিতে পারে বৃষ্টি 

বাংলাদেশকে বাঁচিয়ে দিতে পারে বৃষ্টি 
বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলা এখনো শুরু হয়নি। ফটো : গাজী টিভি

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে হারের শঙ্কায় থাকা বাংলাদেশ দলকে বৃষ্টি বাঁচাতে পারে পারে- এমন মজাই সংবাদ সম্মেলনে করেছিলেন সাকিব আল হাসান। তার কথাকে হয়তো সত্যি প্রমাণ করতেই যেন পঞ্চম ও শেষদিনে এসে অঝর ধারায় বৃষ্টি নেমেছে সাগরিকায়। আর তাতে হারতে বসা ম্যাচ ড্র করে বসতে পারে টাইগাররা।

আগেরদিন বৃষ্টির কারণে খেলা আগেই বন্ধ হয়ে যাওয়ার কারণে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে সকাল সাড়ে ৯টা থেকে খেলা শুরুর কথা ছিল। কিন্তু গতরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি এখনো থামেনি। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠের অনেক জায়গায় পানি জমে গিয়েছে। মাঠের উইকেট ও চারপাশ ঢেকে রাখা হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকলেও বৃষ্টি সহজে থামার কোনো লক্ষণ আপাতত নেই। 

আবহাওয়ার পূর্বাভাস বলেছে, চট্টগ্রামে আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটি হলে আফগানিস্তানের কাছে লজ্জাজনক পরাজয়ের হাত থেকে বেঁচে যাবে বাংলাদেশ দল। 

জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ৩৯৮ রান। ইতোমধ্যে তারা ১৩৬ রান তুলতেই ৬ উইকেটে হারিয়ে বসেছে। ৩৯ রান করে সাকিব ও  ৫ বল থেকে শূন্য রান করে অপরাজিত আছেন সৌম্য সরকার। 

আরআইএস 
 

আরও পড়ুন