• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৯, ০৭:১২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৮, ২০১৯, ০৭:১৩ পিএম

এখন কি ওদের টেস্ট শেখাতে হবে : পাপন

এখন কি ওদের টেস্ট শেখাতে হবে : পাপন

চট্টগ্রামে প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হয়েই হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনশেষে ৬ উইকেটে ১৩৬ রান করা বাংলাদেশের পঞ্চম দিনে প্রয়োজন এখনো ২৬২ রান। বৃষ্টি বাধা না দিলে এই টেস্টে যে হারতে যাচ্ছে বাংলাদেশ তা সহজেই অনুমেয়। 

এই টেস্টে বাংলাদেশ দলের প্ল্যানিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনশেষে সাংবাদিকদের সামনে নিজের হতাশা ব্যক্ত করেন তিনি। 

পাপন বলেন, ‘এটা টেস্ট। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আজকে দেখে মনে হয়নি এটা বাংলাদেশ। প্রথম কথা হচ্ছে যে, খুবই দুঃখজনক, খুবই খারাপ। আমি পরশু রাত্রে এসেছিলাম, কালকে সকালেই আমার ফ্লাইট ধরার কথা। কিন্তু এই প্লান স্ট্রাটেজি দেখে আমি এতই হতাশ যে আমি যাওয়ার চিন্তাই বাদ দিয়ে দিয়েছি। যেটা শুরু হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে আর লাভ নেই। সামনে টি-২০ আছে, তখন থেকে নতুন করে আমাদের চিন্তা করতে হবে।’

শুধু প্ল্যানিংই নয়, খেলোয়াড়দের উপরও খুব ঝেড়েছেন পাপন। সিনিয়র খেলোয়াড়দের দিকেই ক্ষোভটা বেশি তার। তবে আফগানিস্তানকে কৃতিত্ব দিতেও ভুল করেননি বিসিবি সভাপতি।  

তিনি বলেন, ‘পারফরম্যান্সের কথা যদি বলেন তাহলে আমি অবশ্যই বলবো, কৃতিত্ব অবশ্যই আফগানিস্তানের। কারণ তারা টেস্টের মতো করে ব্যাট করেছে। তাদের একজন সেঞ্চুরি করেছে, অন্যরা আশি নব্বই করে রান করেছে। আমাদের অন্য সব বাদ দিলাম, সাকিব, মুশফিক, রিয়াদরা যদি পঞ্চাশও করতে না পারে তাহলে আমাদের ওই ম্যাচ জেতার কোনো সম্ভাবনা নাই। (ব্যাটসম্যানদের দেখে) আমার মনেই হয়নি যে, এটা একটা টেস্ট হচ্ছে ।’ 

তিনি আরও বলেন, ‘প্রথম ইনিংস যদি আপনি দেখেন, সেট হয়ে যাওয়ার পর লিটন দাস যে শটটা খেললো, মুমিনুল পঞ্চাশ করার কই একশ দেড়শো করবে, সে হলো টেস্ট স্পেশালিস্ট, সে যে শটটা খেললো। রিয়াদ যে শটটা খেললো তাকে টেস্ট খেলা বলে না। ওদেরকে এখন কি বুঝাতে হবে, টেস্ট কিভাবে খেলতে হয়! ...ওরা যদি ৩৭০ রান করে তাহলে বাংলাদেশ যে দল তাতে আমাদের ৫০০ রান করা উচিৎ। এটা মোটামুটি ব্যাটিং উইকেট ছিল, এখানে না পারার কোনো কথা না।’

এমএইচবি

আরও পড়ুন