• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৮:৩৫ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৮:৩৫ এএম

হালি গোলে যত রেকর্ড গড়লেন রোনালদো

হালি গোলে যত রেকর্ড গড়লেন রোনালদো
নিজেকে গোলমেশিনে পরিণত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফটো : নিউজ অন ফুটবল ডট কম

গত মঙ্গলবার ইউরো বাছাইপর্বের ম্যাচে লিথুয়ানিয়াকে ৫-১ গোলে হারিয়েছে পর্তুগাল। এই ম্যাচে একাই হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

নিজেকে গোলমেশিনে পরিণত করা সিআর সেভেন এই ম্যাচে বেশকিছু কীর্তি গড়েছেন। নিজের খেলাকে উপভোগ করতে থাকা রোনালদোর সেসব কীর্তির দিকে এবার দৃষ্টি দেয়া যাক-

# জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোল দেয়ার তালিকায় দুইয়ে উঠে আসলেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৬১ ম্যাচ খেলে এখন তার গোল সংখ্যা ৯৩টি। শীর্ষে আছেন ইরানের কিংবদন্তি স্ট্রাইকার আলী দাইয়ি, যার মোট গোল ১০৯টি। 

# ইউরো বাছাইপর্বে সবচেয়ে বেশি ২৫ গোলের মালিক হয়ে গেছেন এই পর্তুগিজ তারকা। আয়ারল্যান্ডের স্ট্রাইকার রবি কিন ২৩ গোল নিয়ে এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন।

# ফুটবল ক্যারিয়ারে নিজের ৫৪তম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রোনালদো। এর মধ্যে জাতীয় দলের করেছেন ৮টি। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিসবন স্পোর্টিংয়ের হয়ে করেছেন ৪৬টি হ্যাটট্রিক। 

আরআইএস 
 

আরও পড়ুন