• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৫:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৬:১৬ পিএম

স্মিথ কি তাহলে আইসিসির কাছে ছাগল!

স্মিথ কি তাহলে আইসিসির কাছে ছাগল!
ছবি: আইসিসির ফেসবুক পেইজ

হ্যাঁ, শিরোনামে ঠিকই পড়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে ছাগল বানিয়ে পোষ্ট করেছে স্বয়ং ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আর সেটা কোনো ফেইক পেইজ থেকে নয়, নিজেদের ভ্যারিফাইড পেজ থেকেই করা হয়েছে এমন পোষ্ট। 

আইসিসির পোষ্ট করা ওই ছবিতে ফটোশফের মাধ্যমে মোবাইলের ছবি তোলার মুহূর্তের একটি ছবিতে স্মিথের পরিবর্তে বসিয়ে দেয়া হয় ছাগলের ছবি। যা নিয়ে এরই মধ্যে উঠেছে সমালোচনার ঝড়, স্মিথের ভক্তরা আইসিসির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

তবে যে যেভাবেই ব্যাপারটা দেখুক। এমন ছবি পোষ্ট করার পিছনে আইসিসির স্মিথকে ছোট করার কোনো উদ্দেশ্যে নেই। ইংরেজিতে Greatest of all time কে সংক্ষেপে goat বলা হয়, যার অর্থ ছাগল। স্মিথকে সর্বকালের সেরা বুঝাতে গিয়েই এমন রসিকতা করেছে আইসিসি। 

এমএইচবি

আরও পড়ুন