• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০১:০১ পিএম

বিশ্বরেকর্ড গড়েই ম্যাচ জিতিয়েছেন আফিফ

বিশ্বরেকর্ড গড়েই ম্যাচ জিতিয়েছেন আফিফ
ম্যাচ সেরার ট্রফি হাতে বিসিবি সভাপতির সঙ্গে আফিফ হোসেন ধ্রুব। ফটো : টুইটার

জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ বলে ৮ চার ও ১ ছক্কার মারে ৫২ রানের টর্নেডো ইনিংস খেলে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক আফিফ হোসেন ধ্রুব যখন মাঠে সতীর্থসহ বিসিবির কর্তাদের সঙ্গে ছিলেন, তখন গ্যালারির দর্শকরা জয় উদযাপনে মশগুল হয়ে ছিলেন। আফিফ আফিফ ধ্বনিতে তখন প্রকম্পিত গোটা মিরপুর। 

প্রধানমন্ত্রী নিজে আফিফের খেলা দেখে হয়েছেন বিমোহিত, ফোনে কথা বোলার সময় জানিয়েছেন অভিনন্দন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে তো প্রধানমন্ত্রী বলেই বসলেন, ও আগে নামে নাই কেন? ভালো খেলেছে, ওর খেলা দেখেছি।

পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা অবস্থায় দলের জয়ে বড় ভূমিকা রাখা আফিফ আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। পরে ব্যাট করতে নামা দলের হয়ে আট নম্বর পজিশনে ব্যাট হাতে নেমে রান তাড়া করে জেতা ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড এখন ১৯ বছর বয়সী এই ক্রিকেটারের।

২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১২০ রানে অলআউট হয়েছিল। জবাবে শ্রীলঙ্কা ব্যাটিং বিপর্যয়ে পড়লেও থিসারা পেরেরার ২৮ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে ভর করে ম্যাচের শেষ বলে গিয়ে ৩ উইকেটের জয় পায়। ওই ম্যাচে আট নম্বরে নামা থিসারার ৩৫ রানই এতদিন টি-টুয়েন্টিতে রান তাড়া করে কোনো জয়ী দলের হয়ে আট নম্বরে ব্যাট করতে নামা ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ছিল।

পেরেরার ঠিক পরেই আছে ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েটের নাম। ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের শেষ দৃশ্যটি এখনো ক্রিকেট ইতিহাসের অসাধ্য সাধনের সেরা নিদর্শন হয়ে রয়েছে। শেষ ওভারে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে টানা ৪ ছক্কা মেরে কার্লোস ব্র্যাথওয়েট ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে শিরোপা জিতিয়েছিলেন, এমন বীরত্ব যেন রূপকথার বীরদের কীর্তিগাঁথাকেও হার মানাতে বাধ্যই করেছিল! সেদিন তিনি আট নম্বরে নেমে ১০ বলে ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। 

তবে গতকাল মিরপুরের মাঠে থিসারা পেরেরা এবং কার্লোস ব্র্যাথওয়েটের আট নম্বরে ব্যাট করতে নামা কীর্তিকে ছাড়িয়ে গেলেন নতুন টাইগার আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশের ক্রিকেট আকাশে চিরস্থায়ী উজ্জ্বল এক ধ্রুবতারা হয়ে আফিফ নিজের প্রতিভাকে আরও বিকশিত করুক, এটাই সবার প্রত্যাশা।

আরআইএস  
 

আরও পড়ুন