• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৪:৪৩ পিএম

হোম ম্যাচও এখন আমার জন্য অ্যাওয়ে ম্যাচ- নেইমার

হোম ম্যাচও এখন আমার জন্য অ্যাওয়ে ম্যাচ- নেইমার
ছবি: গেটি

পুরো ট্রান্সফার উইন্ডোতেই আলোচনায় ছিল ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারের দলবদল ইস্যূ। বর্তমান ক্লাব পিএসজি থেকে সাবেক ক্লাব বার্সেলোনাতে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেলেও তা সম্ভব হয়নি।যে কারণে আরও অন্তত এক মৌসুম নেইমারকে কাটাতে হবে পিএসজিতে। 

শনিবার রাতে পিএসজির হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেই নেইমারকে পড়তে হয়েছে দুয়োর মুখে। গ্যালারি থেকে নেইমারের উদ্দেশ্যে পিএসজি সমর্থকরা ‘টাকালোভী নেইমার, মেসির কাছে চলে যাও’ লেখা ব্যানার প্রদর্শন করে। এরপর ট্রান্সফার ইস্যূতে মুখ খুলেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।  

তিনি বলেন,'এ বিষয়ে আমি প্রথম কথা বলছি এবং সম্ভবত শেষবারের মতো। সবাই জানতো আমি পিএসজি ছাড়তে চেয়েছি। কারণ আমি এই বিষয়ে কোনো লুকিয়ে রাখিনি। ক্লাব কিংবা ফ্যানদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। একান্ত ব্যক্তিগত কারণে আমি পিএসজি ছাড়তে চেয়েছি। কিন্তু তারা সেটা হতে দেয়নি। যেকারনে যতদিন এখানে আছি, কাগজে কলমে হোম ভেন্যুতে নামলেও এটা আমার জন্য অ্যাওয়ে ম্যাচই হবে।'

এমএইচবি

আরও পড়ুন