• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০২:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৩:১৭ পিএম

লুকাকু নিয়ে বর্ণবাদী মন্তব্য, টিভি চ্যানেল থেকেই নিষিদ্ধ একজন

লুকাকু নিয়ে বর্ণবাদী মন্তব্য, টিভি চ্যানেল থেকেই নিষিদ্ধ একজন
ছবি : গেটি

বেলজিয়াম জাতীয় দলের তারকা ফুটবলার রোমেলো লুকাকুকে নিয়ে বাজে মন্তব্য করায় ইটালির একটি টিভি চ্যানেল থেকে নিষিদ্ধ হয়েছেন লুসিয়ানো পেসিরানো নামের এক ক্রীড়া বিশ্লেষক। টপ সালসিও নামের ওই চ্যানেলে আর কখনোই দেখা যাবে না তাকে। 

লুকাকোকে নিয়ে তিনি বলেন, ‘যদি আপনি তার কাছে একা যান। তাহলে সে আপনাকে মেরে ফেলবে। আপনি তার বিরুদ্ধে একমাত্র দশটি কলা খেতে দিয়ে লড়তে পারেন...।’

এই মন্তব্যের কারণে ওই টিভি চ্যানেল থেকে নিষিদ্ধ করা হয় লুসিয়ানোকে। এ নিয়ে প্রোগ্রাম ডিরেক্টর ফ্যাবিও রাবিজ্জানি বলেন, ‘ ৮০ বছর বয়সী লুসিয়ানো আর কখনো আমাদের চ্যানেলে আসতে পারবে না।। লুকাকুকে নিয়ে সে যে মন্তব্য করেছে, তা রূপক অর্থে রেসিজমের পর্যায়ে পড়ে।’

এমএইচবি

আরও পড়ুন