• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৩:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৩:৪৫ পিএম

আজ রাতেই জানা যাবে কে ফিফার বর্ষসেরা ফুটবলার

আজ রাতেই জানা যাবে কে ফিফার বর্ষসেরা ফুটবলার
সংগৃহীত ছবি

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টায় জানা যাবে কে হচ্ছেন এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ইতালির মিলানে রাত সাড়ে ১২টায় ঘোষণা করা হবে কে হচ্ছেন ফিফা দ্য বেস্ট বিজয়ী। এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনজন ফুটবলার। 

এবারের চ্যাম্পিয়ন্স লীগ জয়ী লিভারপুল ও নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক, বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি এবং জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মাসেই মেসি ও রোনালদোকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন ফন ডাইক। 

এছাড়াও আজ রাতেই ঘোষণা করা হবে বর্ষসেরা গোলরক্ষক ও কোচের নাম। গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকায় আছেন লিভারপুলের অ্যালিসন বেকার, ম্যানচেস্টার সিটির এডারসন আর বার্সেলোনার টের স্টেগান। 

বর্ষসেরা কোচের তালিকার তিনজনই ইংলিশ প্রিমিয়ার লীগের কোচ। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, লিভারপুলের ইয়ুর্গেন ক্লপের সঙ্গে আছেন টটেনহ্যাম মাওরিজিও পচেত্তিনো।

বর্ষসেরা গোলদাতার জন্যও লড়বেন লিওনেল মেসি। এছাড়াও দেয়া হবে বর্ষসেরা নারী ফুটবলার, গোলকিপার আর কোচের পুরষ্কার।

এমএইচবি

আরও পড়ুন