• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১২:২৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১২:৩০ পিএম

অধিনায়কত্ব করতে রাজি রিয়াদ

অধিনায়কত্ব করতে রাজি রিয়াদ
ছবি: বিসিবি

বাংলাদশের ক্রিকেটে এখন বড় আলোচনার নাম জাতীয় দলের অধিনায়কত্ব। বিশেষত চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানের হারের পর সংবাদ সম্মেলনে এসে ‘অধিনায়কত্ব না করাই আমার জন্য ভালো’ সাকিবের এমন মন্তব্যের পর থেকেই জোর গুঞ্জন নতুন অধিনায়ক আসছে বাংলাদেশের ক্রিকেটে। 

পরবর্তীতে বোর্ডের বেশ কয়েক জন প্রভাবশালী কর্মকর্তা জানিয়েছিলেন, সাকিব অধিনায়কত্ব না করলে জোর করবেন না তারা। তবে তরুণ কাউকেই নেতৃত্ব দিতে আগ্রহী বোর্ড। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। 

অধিনায়কত্ব পেলে করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে এটা একটা বড় দায়িত্ব এবং সম্মান। কারও মন্তব্য নিয়ে কিছু বলার নেই। তবে ভবিষ্যতে যদি এ ধরনের দায়িত্ব বা চ্যালেঞ্জ আসে আমার সামনে, তবে কেন নয়?’

এমএইচবি

আরও পড়ুন