• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০৫:১১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০৫:১১ পিএম

নিষিদ্ধ হওয়ার খুব কাছে কোহলি

নিষিদ্ধ হওয়ার খুব কাছে কোহলি
সংগৃহীত ছবি

নিষেধাজ্ঞার খুব কাছে চলে এসেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে ভারত। যেখানে প্রোটিয়াদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে তারা। এই ম্যাচে পেসার বিউরেন হেনড্রিকসের সাথে তর্কে জড়ান কোহলি। 

এক পর্যায়ে মেজাজ হারিয়ে তাকে ধাক্কাও দেন ভারতীয় অধিনায়ক। যাতে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গ হয়। যার কারণে একটি ডিমেরিট পয়েন্ট এবং অফিসিয়াল ওয়ার্নিং দেয়া হয়েছে তাকে। এর আগেও দুই বার এমন সতর্কবার্তা পেয়েছিলেন কোহলি। আরেকবার এমন অপরাধ করলেই নিষিদ্ধ হবেন তিনি।

গত বছর সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অন ফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুণার সঙ্গে পেয়েছিলেন ডিমেরিট পয়েন্ট। এরপর জুনে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে অতিরিক্ত আবেদন এবং আম্পায়ারকে লক্ষ্য করে আগ্রাসী আচরণ করায় আবারও একটি ডিমেরিট পয়েন্ট পান কোহলি। 

এমএইচবি

আরও পড়ুন