• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১২:৫০ পিএম

মাদ্রিদ ডার্বিতে না জিতেও শীর্ষে রিয়াল

মাদ্রিদ ডার্বিতে না জিতেও শীর্ষে রিয়াল
বল দখলের লড়াই থাকলেও মাদ্রিদ ডার্বিতে কেউ গোলের দেখা পায়নি। ফটো : টুইটার

সবাই ধরেই নিয়েছিল জমজমাট এক ম্যাচ হতে চলেছে। কিন্তু দর্শকদের হতাশ করে লা লিগায় মাদ্রিদ ডার্বিতে কোনো দলই গতিময় ফুটবল উপহার দিতে পারেনি। ফলে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তাতেই অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে জিনেদিন জিদানের দল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত ম্যাচের ৮ মিনিটে জোয়াও ফেলিক্স লক্ষ্যভ্রষ্ট শট নিলে রিয়াল গোলের দেখা পায়নি। ১৮ মিনিটের মাথায় গ্যারেথ বেলের হেড লক্ষ্যভ্রষ্ট হলে গ্যালাক্টিকোরা গোলের দেখা পায়নি। 

দ্বিতীয়ার্ধেও গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন বেল। ম্যাচের ৫৭ মিনিটে নাচোর বাড়ানো বল ফাঁকায় পেয়ে উড়িয়ে শট মারেন রিয়ালের এই ওয়ালস তারকা। ৭২ মিনিটে সাউল নিগেসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে অ্যাতলেটিকো গোলের দেখা পায়নি। এর ২ মিনিট পর করিম বেনজেমার হেড প্রতিহত করেন অ্যাতলেটিকোর গোলরক্ষক। 

আরেক ম্যাচে লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে গ্রানাডা। অ্যাতলেটিকো বিলবাওকে একই ব্যবধানে হারিয়েছে ভ্যালেন্সিয়া। 

এখন পর্যন্ত লা লিগায় একমাত্র দল হিসেবে অপরাজিত থাকা রিয়াল মাদ্রিদ ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্রানাডা। সমান পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। গেটাফের বিপক্ষে ২-০ গোলে জিতে বার্সেলোনা ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।

আরআইএস 

আরও পড়ুন