• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০৯:৩২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০৯:৩২ পিএম

বিসিবি ছাড়ার আসল কারণ জানালেন সাকিব-মুশফিকদের প্রিয় কোচ  

বিসিবি ছাড়ার আসল কারণ জানালেন সাকিব-মুশফিকদের প্রিয় কোচ  
ফাইল ছবি

দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিসিবির দায়িত্ব ছেড়েছেন সাকিব-মুশফিকদের প্রিয় কোচ নাজমুল আবেদীন ফাহিম। এখনো যে কোনো সমস্যায় পড়লে যার কাছে ছুঁটে যান জাতীয় দলের তারকা ক্রিকেটাররা হঠাৎ করে কেনো তিনি চলে যাচ্ছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ছেড়ে?

এমন প্রশ্নের জবাবে এতদিন ব্যক্তিগত কারণ দেখালেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার পর আসল কারণ জানিয়েছেন দেশের অন্যতম মেধাবী ক্রিকেট মস্তিস্কের অধিকারী। নিজের পছন্দ মতো কাজ করতে না পারাতেই বিসিবি ছেড়েছেন বলে জানিয়েছেন ফাহিম। 

তিনি বলেন, ‘আমার মূল কাজ কোচিং করানো। সেই জায়গা থেকে ধীরে ধীরে দূরে সরে গেছি। কোচিং না করালেও পরামর্শ বা খেলোয়াড়দের নানাভাবে অনুপ্রাণিত করার সুযোগ ছিল। আমি খেলোয়াড়দের কাছেই থাকতে চেয়েছি, সেটি ছেলেদের ক্রিকেট হোক কিংবা মেয়েদের । খেলোয়াড়দের সঙ্গে আমরা যে দূরত্ব তৈরি হয়েছে সেটি কমাতেই এ সিদ্ধান্ত।’

এছাড়াও কাজের পরিধি সীমাবদ্ধ হয়ে আসাটাও তার দায়িত্ব ছাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন বিসিবির সাবেক এই কোচ। তিনি আরও বলেন, ‘কাজের ক্ষেত্রটা যদি মনের মতো না হয়, সেটি উপভোগ করা যায় না। কাজ উপভোগ করা জরুরি। আমি ঠিক উপভোগ করতে পারছিলাম না। এ কাজ চালিয়ে যাওয়ার তাই যৌক্তিকতা নেই।’

আরও পড়ুন