• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০১:০৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০১:০৫ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইনফান্তিনো

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইনফান্তিনো
ইনফান্তিনোর হাতে বাংলাদেশের জার্সি তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাফুফে

একদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার ভোর ৪ টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সফর সূচির শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ফিফা সভাপতি। 

যেখানে প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দেন ইনফান্তিনো, প্রধানমন্ত্রীও তার হাতে বাংলাদেশ দলের জার্সি তুলে দেন। গণভবন থেকে মতিঝিলে বাফুফে ভবনে যাওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর। সেখানে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। 

প্রধানমন্ত্রীর হাতে জার্সি তুলে দিচ্ছে ফিফা সভাপতি ইনফান্তিনো। ছবি : বাফুফে

আগমী বছর ফিফা সভাপতি নির্বাচনও এই সফরের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। যেখানে এবারও প্রতিদ্বন্দীতা করার কথা রয়েছে ইনফান্তিনোর।।বাংলাদেশে এ নিয়ে ফিফা সভাপতিদের চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে হোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্লাটার দু’বার এসেছিলেন, ২০০৬ ও ২০১২ সালে। আজ আসছেন ইনফান্তিনো।  

এমএইচবি

আরও পড়ুন