• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০৫:২৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০৫:২৬ পিএম

ক্যারিবীয়দের অন্তর্বর্তীকালীন কোচ গাস লোগি

ক্যারিবীয়দের অন্তর্বর্তীকালীন কোচ গাস লোগি
লোগি হেন্ডারসন স্প্রিঙ্গারের স্থলাভিষিক্ত হয়েছেন গাস লোগি। ফটো: গেটি ইমেজ

ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা গাস লোগি। ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে ও ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের জন্য লোগির কাঁধে দায়িত্ব তুলে দেয়া হয়েছে। সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান লোগি হেন্ডারসন স্প্রিঙ্গারের স্থলাভিষিক্ত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পরিচালক ও সাবেক ক্রিকেটার জিমি অ্যাডামস বলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে একই সঙ্গে খেলোয়াড় ও কোচ হিসেবে লোগির দীর্ঘ ইতিহাস রয়েছে। গত দুই বছর ধরে তিনি নারী দলের সঙ্গে বিভিন্নভাবে কাজ করেছেন। যে কারণে খেলোয়াড়দের সম্পর্কেও তার ধারণা আছে। 

তিনি বলেন, ভারতীয় নারী দলের বিপক্ষে এবং আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তার প্রস্তুতিতে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের এগিয়ে নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস। গত দুই বছর ধরে নারী ক্রিকেটে হেন্ডারসনের অবদানও কম নয়।

এদিকে, কোচের পাশাপাশি অন্তবর্তীকালীন ম্যানেজারের পদে নিয়োগ পেয়েছেন এভরিল বেটি লুইস। তিনি অ্যানি ব্রাউন-জনের স্থলাভিষিক্ত হয়েছেন। অ্যানিকে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আরআইএস 

আরও পড়ুন