• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ১২:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ১২:৩৪ পিএম

ইনজুরিতে তামিম, খেলছেন না জাতীয় লীগের ম্যাচে

ইনজুরিতে তামিম, খেলছেন না জাতীয় লীগের ম্যাচে
তামিম ইকবাল। ফাইল ছবি

বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবালের অফফর্মটা চলছিল বিশ্বকাপ থেকে। শ্রীলঙ্কা সিরিজে অধিনায়ক হিসেবে গিয়ে দলের সঙ্গে ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন তিনি। এরপরই সিদ্ধান্ত নেন বিশ্রামের। যে কারণে খেলেননি আফগানিস্তানের ব্পিক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে।

ব্যাট হাতে তামিমের প্রত্যাবর্তন ঘটে জাতীয় লীগের এবারের আসরে। প্রথম ম্যাচে চট্টগ্রামের হয়ে খেলতে নামেন ঢাকা মেট্টোর বিপক্ষে। সেই ম্যাচের পর তিনদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামার কথা ছিল বরিশালের সঙ্গে। মাঝের তিন দিন অনেকে বিশ্রামে কাটালেও অনুশীলন চালিয়ে গিয়েছেন তামিম।

কিন্তু দুঃসংবাদটা এলো বরিশালের বিপক্ষে ম্যাচের দিন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে। চট্টগ্রাম অধিনায়ক মুমিনুল হক টসের পর যেই খেলোয়াড় তালিকা জমা দেন সেখানে ছিল না তামিমের নাম। এরপর জানা যায়, হঠাৎ পাঁজরে ব্যথা অনুভব করছেন তামিম। যেহেতু ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি-টুয়েন্টি ও টেস্ট সিরিজ সামনে। তাই তামিমকে নিয়ে ঝুঁকি নেয়নি বিসিবি। 

এমএইচবি

আরও পড়ুন