• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৯, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৮, ২০১৯, ০৪:৪৩ পিএম

আইসিসির প্রতিশ্রুতি মানবে না বিসিসিআই

আইসিসির প্রতিশ্রুতি মানবে না বিসিসিআই

সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত আইসিসির সভায় বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। সুপার ওভারের নিয়ম পাল্টে ফেলাসহ ২০২৩ সালের পর ২০৩১ সাল পর্যন্ত ৮ বছরের সূচি তৈরি করেছে আইসিসি। তাদের এমন সিদ্ধান্তের বিরোধীতা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আইসিসির এবারের সভায় বিসিসিআই তাদের সিদ্ধান্তের ভার সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন নব-নির্বাচিত কমিটির উপর ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু আইসিসি তা উপেক্ষা করেছে। 

দুবাইয়ের বৈঠকে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভ চৌধুরীকে আইসিসি প্রধান শশাঙ্ক মনোহর আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে অমিতাভ চৌধুরী বিসিসিআইয়ের অনুমোদিত নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। তাই দুবাইয়ে হওয়া আইসিসির সিদ্ধান্তকে মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই। 

সিওএ’র পক্ষ থেকে এক ই-মেইল বার্তায় আইসিসিকে জানানো হয়, ‘ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে অমিতাভ চৌধুরীকে স্বীকৃতি দেয়া হচ্ছে না। যে কারণে ওই বৈঠকে নেয়া কোনো সিদ্ধান্ত বা অমিতাভ চৌধুরীর দেয়া কোনো প্রতিশ্রুতি ভারতীয় বোর্ড মানবে না।’ 

আরআইএস 
 

আরও পড়ুন