• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৯, ১১:৫৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৯, ২০১৯, ১১:৫৬ এএম

নেইমারের অনুপস্থিতিতেও পিএসজির বড় জয়

নেইমারের অনুপস্থিতিতেও পিএসজির বড় জয়
লীগ ওয়ানে নিসের বিপক্ষে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে টমাস টুখেলের দল। ফটো: জিনহুয়া নিউজ ডট কম

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে খেলতে নেমে মাত্র ১০ মিনিট খেলার পরেই বাঁ-পায়ের হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়েন দলের সেরা তারকা নেইমার। ফলে চার সপ্তাহ মাঠের বাইরে ছিটকে যান ব্রাজিল ফরোয়ার্ড। 

স্বাভাবিকভাবেই ইনজুরিতে পড়ায় নেইমারের সার্ভিস পাচ্ছে না তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুধু তিনি একাই নন, পুরোপুরি ফিট হয়ে না উঠায় কিলিয়ান এমবাপ্পে ছিলেন না শুরুর একাদশে, ডাগ আউটে বসেই সময় পার করেছেন এডিনসন কাভানি। তারপরেও লীগ ওয়ানে নিসের বিপক্ষে তাদেরই মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে টমাস টুখেলের দল। 

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচের ১৫ মিনিটের মাথায় স্বদেশি মাউরো ইকার্দির পাসে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করে বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এর ৬ মিনিট পর থমাস মিউনিয়েরের উঁচু পাসে বল আদায় করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল আবারো জালে পাঠিয়ে ডি মারিয়া ব্যবধান দ্বিগুণ করেন। 

বিরতির পর ৬৭ মিনিটে ক্যাসপার ডলবার্গের পাসে বল নিয়ে ইগনাতিয়োস গানাগোর গোলে ব্যবধান কমায় নিস। এরপর দশ মিনিটের মধ্যে লাল কার্ড দেখেন নিসের দুই খেলোয়াড় মাঠ ছাড়লে তারা আর পেরে ওঠেনি। 

ম্যাচের ৮৮ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামার ৫ মিনিট পরই ডি বক্সের ভেতর থেকে ডান পায়ে লক্ষ্যভেদ করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড এমবাপ্পে। ইনজুরি সময়ের প্রথম মিনিটে এমবাপ্পের পাসে বল নিয়ে মাউরো ইকার্দি গোল করলেও বড় জয় পায় পিএসজি। 

এই জয়ের ফলে পিএসজি ১০ ম্যাচে ৮ জয় ও ২ হারে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

আরআইএস 

আরও পড়ুন