• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৯, ০৬:৩২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৮, ২০১৯, ০৬:৩৩ পিএম

নিরাপত্তাহীনতার কারণে এল ক্লাসিকো স্থগিত

নিরাপত্তাহীনতার কারণে এল ক্লাসিকো স্থগিত
বার্সেলোনায় নানা প্রান্তে সহিংস ঘটনা ঘটছে। ফটো : গেটি ইমেজ

লা লিগায় আগামী ২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে অনুষ্ঠেয় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার বছরের প্রথম এল ক্লাসিকো নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে স্থগিত করা হয়েছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যেই লা লিগা ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যুতে স্থানান্তর অথবা আগামী ১৮ ডিসেম্বর সম্ভাব্য একটি পরিবর্তিত তারিখের প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য, স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়ার ৯ রাজনৈতিক নেতাকে চলতি সপ্তাহে ৯ থেকে ১৩ বছরের জেল খাটার নির্দেশ দিয়েছে স্পেনের সুপ্রিম কোর্ট। । এ ঘটনার পর থেকেই উত্তাল হয়ে উঠেছে গোটা বার্সেলোনা। গত দুইদিন ধরে দেশের নানা প্রান্তে সহিংস ঘটনা ঘটছে।

২০১৭ সালে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনকে কেন্দ্র করে দাঙ্গা-বিক্ষোভে জড়ালেও তা পরে কমে এসেছিল। কিন্তু সম্প্রতি কাতালুনিয়ার ৯ রাজনৈতিক নেতাকে কারাদণ্ড দেয়ায় কাতালানরা আবারো গর্জে উঠেছে।

আরআইএস 


 

আরও পড়ুন