• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০৬:১৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০১৯, ০৬:১৭ পিএম

ক্রিকেটারদের দাবির মুখে জাতীয় লীগের ম্যাচ ফি বৃদ্ধি

ক্রিকেটারদের দাবির মুখে জাতীয় লীগের ম্যাচ ফি বৃদ্ধি

সম্প্রতি ১১ দফা দাবিতে দেশের ক্রিকেটাররা নেমেছিলেন ধর্মঘটে। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল জাতীয় ক্রিকেট লীগে খেলোয়াড়দের ম্যাচ ফি বৃদ্ধি। 

অবশেষে ক্রিকেটারদের এই দাবিটি মেনে নিয়ে জাতীয় লীগে ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি করেছে বিসিবি। ক্রিকেটারদের এই ম্যাচ ফি জাতীয় লীগের প্রথম ম্যাচ থেকেই কার্যকর করা হবে। 

টায়ার ওয়ানে আগে ক্রিকেটাররা পেতেন ৩৫ হাজার টাকা, এখন তা ৭১ শতাংশ বৃদ্ধি করায় তারা পাবেন ৬০ হাজার টাকা। টায়ার টুতে ম্যাচ ফি ১০০ ভাগ বাড়িয়ে ২৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা করা হয়েছে। 

যাতায়াত ভাড়া আগে ছিল আড়াই হাজার টাকা, এখন থেকে তা হয়ে যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা। আগামী রাউন্ড থেকে খেলোয়াড়দের আর বাসে যাতায়াত করতে হবে না, প্লেনে চড়েই তারা ভেন্যুতে পৌঁছে যেতে পারবেন।

এদিকে বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ব্রাদার্স ইউনিয়নের টাকাও পরিশোধ করবে বোর্ড। ক্রিকেটাররা যেকোনো সময় এসে সেই টাকা নিয়ে যেতে পারবেন বলে জানানো হয়েছে। পিএসএল খেলতে না পারায় মুস্তাফিজকে যে টাকা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সেটা তিনি পেয়ে গেছেন।

এমএইচবি/আরআইএস 
 

আরও পড়ুন