• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০৮:০৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০১৯, ০৮:২৭ পিএম

সাকিব যাচ্ছেন কি না, সিদ্ধান্ত কাল : আকরাম

সাকিব যাচ্ছেন কি না, সিদ্ধান্ত কাল : আকরাম
বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আকরাম খান। ফটো : দৈনিক জাগরণ

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আদৌ ভারত সফরে যাচ্ছেন কি না, সেই বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, সাকিবের ভারত সফরে না যাওয়ার বিষয়ে অফিশিয়ালি বোর্ড কিছু জানে না। আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকে সাকিবের ব্যাপারে জানলাম। টি-টুয়েন্টি স্কোয়াডে দুই-একটি পরিবর্তন আসতে পারে।

আকরাম বলেন, সে (সাকিব) দুইদিন ধরে অনুশীলন করেনি। কোচের কাছ থেকে অনুমতি নিয়েছে। অনুমতি নিয়েই সে প্রস্তুতি ম্যাচে খেলছে না। কালকে তার ব্যাপারে আমরা বুঝতে পারবো। 

তিনি বলেন, আমরা টি-টুয়েন্টি দল আগামীকাল ১২টা থেকে ১টার দিকে দিতে পারবো। টেস্টটা কিন্তু কিছুদিন সময় লাগবে আমাদের। দুই তিনদিন পর দেবো। টি-টুয়েন্টি স্কোয়াড নিয়ে যে অপেক্ষা করছেন, সেখানে কিছু ব্যাপার আছে। সেসব নিয়েই আলোচনা করেছি। এ কারণেই দল গঠন একদিন পিছিয়েছি। আশা করি কাল আপনাদের হাতে দিয়ে দিতে পারবো। তামিম যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে দল দিচ্ছি। 

আরআইএস 

আরও পড়ুন