• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০১৯, ০৩:৩০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩০, ২০১৯, ০৫:২৭ পিএম

পাপন আইসিসির ঘোষণার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন: সাবের

পাপন আইসিসির ঘোষণার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন: সাবের
সংগৃহীত ছবি

সাবের হোসেন চৌধুরীর টুইট

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ইতোমধ্যেই এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। পরের এক বছরও আইসিসির পর্যবেক্ষণে থাকবেন তিনি। যদিও সাকিব নিষিদ্ধ হওয়ার আগের সমস্ত তদন্তের ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সাকিবদের ধর্মঘটের পর গত ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে ‘ম্যাচ ফিক্সিংয়ের খবর আসছে’ বলে যে উক্তি করেছেন পাপন তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরি। যেখানে তিনি পাপনকে মিথ্যাবাদি বলেন।

টুইটারে তিনি লিখেন, ‘আমার মনে হয় বিসিবি সবকিছুই জানতো এবং পাপন সাহেব যে বলেছেন, তার কোনো ধারণাই ছিল না, কথাটা সত্য নয়। দুঃখ লাগলেও এটা বলতেই হচ্ছে। ২২ অক্টোবরের যে ভিডিও ক্লিপটা, তাতে মনে হচ্ছিল পাপন সাহেব আইসিসির ঘোষণার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন।’

এমএইচবি

আরও পড়ুন