• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২, ২০১৯, ০৮:৩৪ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২, ২০১৯, ০৮:৩৪ এএম

বিসিবি নিষেধাজ্ঞার বিষয়ে আমার কাছ থেকেই জেনেছিল : সাকিব

বিসিবি নিষেধাজ্ঞার বিষয়ে আমার কাছ থেকেই জেনেছিল : সাকিব
সাকিব আল হাসান। ফাইল ফটো

ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়া নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভক্ত ও সমর্থকদের শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করেছেন।

শনিবার (২ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে সাকিব লিখেছেন, ‘আমার সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য শুরুতেই আমি বলতে চাই আমার এবং আমার পরিবারের খুব কঠিন সময়ে আপনাদের নিঃশর্ত সমর্থন ও স্নেহ পেয়েছি তা আমাকে ছুঁয়ে গেছে। নিজের দেশকে প্রতিনিধিত্ব করা আসলে কতটা গর্বের তা গত কয়েকদিনে আমি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উপলব্ধি করেছি।’ 

‘যারা আমার উপর আরোপিত নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ, আমি সেই সকল সমর্থকদের বলবো শান্ত থাকুন এবং ধৈর্য্য ধারণ করুন।’

‘আমি এটি খুব স্পষ্ট করে বলতে চাই যে, আইসিসি দুর্নীতি দমন ইউনিটের পুরো তদন্তটি গোপনীয় ছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমোদনের (নিষেধাজ্ঞা) ঘোষণার কয়েকদিন আগে আমার কাছ থেকেই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছিল। বিসিবি আমার অবস্থা বোঝার চেষ্টা করেছে এবং আমাকে অনেক সাহায্য করেছে । এ কারণে আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

‘আমি বুঝতে পারি যে কেন অনেক মানুষ আমাকে সাহায্যের জন্য প্রস্তাব দিচ্ছে। আমি বিষয়টির সত্যিই প্রশংসা করি। তবে এখানে একটি প্রক্রিয়া আছে এবং আমি আমার নিষেধাজ্ঞাকে মেনে নিয়েছি কারণ আমার মনে হয়েছে এটা করাই ছিল সঠিক সিদ্ধান্ত।’

আমার পুরো মনোযোগ এখন আবারো ক্রিকেট মাঠে ফেরা এবং ২০২০ সালে বাংলাদেশের হয়ে খেলা। তার আগ পর্যন্ত আমার জন্য হৃদয় থেকে দোয়া করবেন এবং আমাকে হৃদয়ে ধারণ করবেন। সবাইকে ধন্যবাদ।’

আরআইএস 

আরও পড়ুন