• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৯, ০৪:০২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০১৯, ০৪:০৩ পিএম

আমি ফিক্সিং করেছি, সাকিব করেনি : আশরাফুল

আমি ফিক্সিং করেছি, সাকিব করেনি : আশরাফুল
মোহাম্মদ আশরাফুল। ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান, তা তিনি সবসময়ই থাকেন। তবে এবার একটু ভিন্নভাবে খবরের শিরোনাম হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচ ফিক্সিংয়ের খবর গোপন করায় তাকে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। 

এর আগেও ফিক্সিং ইস্যুতে নিষিদ্ধ হয়েছিলেন দেশের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। যদিও আশরাফুলের প্রেক্ষাপটের সঙ্গে সাকিবের নিষিদ্ধ হওয়ার কোনো মিল নেই। সাকিব শাস্তি পেয়েছেন ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায়, অন্যদিকে আশরাফুল সরাসরি সম্পৃক্ত ছিলেন ম্যাচ পাতানোয়।তবুও আশরাফুল জানেন, নিষিদ্ধ হওয়ার পরিস্থিতি সম্পর্কে। 

এ নিয়েই তিনি বলেন,‘সাকিব এখন কীসবের মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় বর্ণনা করা কঠিন। আমি মনে করি এখন এ বিষয়ে সাকিবকে জড়িয়ে খুব বেশি খবর প্রকাশিত না হওয়াই ভালো। কারণ আমি জানি এসব খবর কতোটা প্রভাব ফেলে।’

সাকিবের ঘটনার সঙ্গে যে তার নিষিদ্ধ হওয়ার কোনো মিল নেই। তাও স্বীকার করেছেন আশরাফুল। তিনি আরও বলেন, ‘আমাদের ঘটনা কিন্তু আলাদা। সে জুয়ারিদের প্রস্তাব দেয়ার কথা কর্তৃপক্ষকে জানায়নি। আর আমি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে পুরোপুরি জড়িত ছিলাম। তবে এটা আমাদের সিস্টেমের জন্যই একটা বড় ধাক্কা। আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি।’

নিষিদ্ধ হওয়ার সময়টাতে কী করতেন আশরাফুল? তার ভাষ্যে, ‘আমি প্রথম ছয় মাস ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিলাম। সারা রাত টিভি দেখতাম, পরদিন দুপুরে ঘুম থেকে উঠতাম। এরপর আমি হজ্ব করে এলাম। যা আমাকে বাড়তি সাহস জোগায়। আমি সবসময় ভাবতাম, আদৌ ফিরতে পারব কি না ক্রিকেটে। কারণ তখন আমার বয়স ত্রিশ।’

এমএইচবি

আরও পড়ুন