• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ০৮:৪০ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৪, ২০১৯, ১০:১৯ এএম

ভারতকে তাদের মাটিতে হারানোর সঙ্গে কিছুর তুলনা চলে না : মুশফিক

ভারতকে তাদের মাটিতে হারানোর সঙ্গে কিছুর তুলনা চলে না : মুশফিক
এবার দলকে জিতিয়েই করেছেন উদযাপন করেছেন মুশফিকুর রহিম। ফটো : টুইটার

আগেরবার এই ভারতের মাটিতেই জিততে পারেননি বাংলাদেশ। ব্যাঙ্গালুরুতে মুশফিকুর রহিমের অগ্রিম সেই উদযাপন ভারতীয়দের ট্রলের শিকার হয়েছে বহুদিন। তবে এবার আর একই কাজ করেননি মুশফিক, দলকে জিতিয়েই করেছেন উদযাপন।

ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে অগ্রণী ভূমিকা রেখে ৪৩ বলে ৬০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন মি. ডিপেন্ডেবল। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে জানালেন, এই ম্যাচের সঙ্গে তুলনা হয় না অন্যকিছুর। 

তিনি বলেন, ‘আমরা যখন ভারতের মতো একটা দলের বিপক্ষে, এতো দর্শকের সামনে খেলছি; তখন এই ইনিংসের চেয়ে সেরা কিছু হতে পারে না। ভারতকে তাদের মাটিতে হারানোর তুলনা আর কিছুই হতে পারে না। তাই এ জয় আমার কাছে অনেক কিছু।’

তিনি আরও বলেন, ‘আমি আর সৌম্য বারবার কথা বলছিলাম। দুজন মিলেই ঠিক করেছিলাম যত বেশিক্ষণ উইকেটে থাকা যায়। আর যদি কোনো এক পেসারের ওভারে ১৫-২০ রান পেয়ে যাই, তাহলে কাজ সহজ হয়ে যাবে। কারণ স্পিনাররা পিচ থেকে অনেক সহায়তা পাচ্ছিল। যে কারণে ওদের মারা যাচ্ছিল না।’

ম্যাচ শেষে অভিষিক্ত নাইমের প্রশংসা করতেও ভোলেননি অভিজ্ঞ মুশফিক। তার ভাষ্য, ‘শুরুতে নাইম শেখও দুর্দান্ত খেলেছে। আমি সবসময় যতটা সম্ভব নিজেকে ম্যাচে জড়িয়ে রাখার চেষ্টা করি। বাংলাদেশের হয়ে প্রতিটা ম্যাচেই এমন খেলার চেষ্টা আমার থাকবে।’ 

এমএইচবি/আরআইএস 
 

আরও পড়ুন