• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ০৩:০৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৭, ২০১৯, ০৩:০৮ পিএম

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি ক্রিকেটটা এখন আর একেবারেই অল্প বয়সী নেই। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের সময়টা প্রায় এক যুগ পেরিয়েছে। এই সময়ে নিজেদের ঘরের মাঠে ভারত খেলেছে মোট ১৬ টি-টোয়েন্টি সিরিজ। যার মধ্যে একবারও তাদের বিপক্ষে কেউ তিন ম্যাচের সিরিজ জিততে পারেনি। 

১৬ টি-টোয়েন্টি সিরিজের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে ভারত। ২০১২ সালে তাদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। ২০১৫-তে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে ছিল। কিন্তু শেষ ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়ায় সেই জয়কে রেকর্ডের মধ্যে ধরা হয়নি। 

দিল্লিতে প্রথম ম্যাচে ভারতকে সাত উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জয় পেলেই ইতিহাস গড়ে ফেলবে টাইগাররা। এখনো পর্যন্ত ঘরের মাঠে ৩৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২২টিতেই জয় পেয়েছে ভারত।  

এমএইচবি

আরও পড়ুন